ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

পাবনায় ট্রাকচাপায় নারী নিহত 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৬:০৮ পিএম
চাটমোহরে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি- সংগৃহীত

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়কের পূর্ব টিয়ারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহার বেগম চাটমোহরের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

প্রত্যক্ষদর্শীর বরাতে চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বলেন, বুধবার সকালে পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়কের চাটমোহর উপজেলার পূর্ব টিয়ারতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নিহার বেগম।

‘এ সময় চাটমোহর থেকে পাবনাগামী একটি পণ্যবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।’

আইনি প্রক্রিয়া শেষে নিহার বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মনজুরুল আলম।