পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল চলাকালে সকাল থেকে উপজেলার সব দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল ছিল বন্ধ।
বিক্ষোভকারীরা জানান, একটি দলের রাজনৈতিক স্বার্থে পাবনা-১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। এটি আমরা মানি না। এর জেরেই তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ হরতালের ডাক দিয়েছে। দাবি না মানা হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে এ হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম ও বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বেড়া সিঅ্যান্ডবি মোড় পরিদর্শন করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়া উপজেলা সদরের সান্যালপাড়ায় পাবনা-১ নির্বাচনি এলাকা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভায় এই হরতালের ডাক দেওয়া হয়।
সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন