ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

পবিপ্রবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ঠিকাদারি প্রতিষ্ঠানের লুকোচুরি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১১:০৪ পিএম
নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তানজীর (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তানজীর (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান আমির কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফার্ম-এর কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্য গোপন ও দায়িত্ব এড়ানোর অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে শিক্ষকদের জন্য নির্মাণাধীন একটি আবাসিক ভবনের ৭ম তলায় ছাদ ঢালাইয়ের প্রস্তুতির সময় নিচে পড়ে যান শ্রমিক তানজীর।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বিকাল ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

তানজীর ভোলা জেলা সদরের ধনিয়া এলাকার মো. মহসিনের ছেলে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মী বা কর্মকর্তা শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করছেন না।

কেউ কেউ দাবি করেন, তানজীর কেবল ২য় তলা থেকে পড়ে আহত হয়েছেন। মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে তারা এড়িয়ে যান এবং পরিবারের যোগাযোগ নম্বর দিতে অস্বীকৃতি জানান।

প্রত্যক্ষদর্শী এবং তানজীরের সহকর্মী আলী আজগর শুরুতে কথা বলতে অনিচ্ছুক ছিলেন। পরে তিনি জানান, আহত তানজীরকে বরিশাল হাসপাতালে ভর্তি করে তিনি অন্য একটি প্রকল্পস্থলে চলে যান এবং মৃত্যুর বিষয়টি তার জানা নেই।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মো. শাহাবুদ্দিন প্রথমে মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও পরে তা এড়িয়ে যান।

একইভাবে প্রতিষ্ঠানের অফিস কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে থানায় খোঁজ নেন,’ বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

পবিপ্রবির নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বরিশাল থানা থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করেছি।’