পটুয়াখালীর রাঙ্গাবালীর তেঁতুলিয়া নদীতে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি ফিশিং বোটসহ চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় দুটি অবৈধ বেহুন্দি জাল, বিপুল পরিমাণ ইলিশ ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ-পুলিশ জানায়, এফবি আল্লাহর দান নামের ট্রলার থেকে প্রায় ৬৫ কেজি ইলিশ, সাত ক্যারেট বিভিন্ন প্রজাতির মাছ, দুই ব্যারেল ডিজেল এবং একটি ডিজেল ইঞ্জিনসহ জাল জব্দ করা হয়। এ সময় বোটে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা অবৈধভাবে মাছ ধরছিল।
রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, আটক জেলেদের বিরুদ্ধে বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে এবং সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন