পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে বুধবার (১৭ অক্টোবর) রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই বীর সেনানীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে লেবুখালী ফেরিঘাট বায়তুল জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষে এই সূর্যসন্তানকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
পরবর্তীতে জাতীয় পতাকা দিয়ে আবৃত মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুমকি থানার একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে গার্ড অব অর্নার প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক রাষ্ট্রের পক্ষে সালাম
গ্রহণ করেন। গার্ড অব অনার শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে একই স্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাঁর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজায় সময় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল মজিদ, আব্দুল সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ও এলাকাবাসীসহ প্রমুখ
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর চলে যাওয়ায় দুমকির মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয়দের মাঝে গভীরৃ শূন্যতার সৃষ্টি হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন