পটুয়াখালীর দুমকিতে বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মুরাদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের ভাঙাব্রিজ সংলগ্ন চরগরবদি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মিলন সিকদার (৫০), সুরমা বেগম (৩৫), সুরাইয়া বেগম (৩৮) ও শিশু রায়হান (৩)। গুরুতর আহত সুরাইয়াকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহীন আলম বলেন, আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন এবং তারা নিয়মমতো জমিতে ধান রোপণ করেছেন। বিরোধীপক্ষ জোর খাটিয়ে আধাপাকা ধান কেটে নিচ্ছিল। বাঁধা দিতে গেলে তাদের মারধর করে আহত করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ঘটনাস্থলে উপস্থিত দুমকি থানার এসআই সজীব হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে উত্তেজিত অবস্থায় দেখতে পাই। পরিস্থিতি স্বাভাবিক করে কাটা ধানগুলো স্থানীয় জহিরুলের বাড়িতে জিম্মায় রাখা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন