ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আমরা কোনো ভেদাভেদ চাই না: এবিএম মোশাররফ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৪:০৫ পিএম
বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা কোনো ভেদাভেদ চাই না। এখানে যেমন বিএনপি মিটিং করছে, তেমনি জামায়াত, চরমোনাই—সবারই কথা বলার অধিকার থাকতে হবে। জনগণই ঠিক করবে কার পাশে থাকবে।’

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৩নং হালুয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কোনো মার্কায় ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যেত, তাহলে আমি নির্বাচন না করে আগে বেহেশতে যেতাম। এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই নয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ কোথাও বিএনপিকে মিছিল-মিটিং করতে দেয়নি। জোর করে দেশ চালিয়েছে। জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার—কোনোটাই ছিল না। একজন নাগরিক হিসেবেও তারা জনগণকে মর্যাদা দেয়নি।’

লালুয়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক সাবেরা আক্তার কনিকা'র সভাপতিত্বে লালুয়া ইউনিয়নের বানাতী বাজার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য নুরুল হক মুন্সি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ছালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. খালেক তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস প্রমুখ।

বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।