পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার দ্বিতীয় বিবাহে অভিমান করে অনার্সপড়ুয়া এক ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমান খান সম্প্রতি দ্বিতীয় বিবাহ করেন। বিষয়টি জানার পর তার ছেলে মো. মেহেদী হাসান (২০) ক্ষুব্ধ হয়ে পড়েন এবং পিতা-মাতার সঙ্গে রাগারাগি করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি ঘরে থাকা চালের সঙ্গে মিশ্রিত বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।
অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আমজাদ হোসেন জানান, ‘লোকমুখে শুনেছি বাবার দ্বিতীয় বিবাহের কারণে ছেলেটি ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেছে। তবে আমি ঘটনাস্থলে যাইনি, সরেজমিনে গেলে বিস্তারিত বলতে পারব।’
এ ঘটনায় ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, ‘ছাত্রটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু মৃত্যুর ঘটনা সোনাডাঙ্গা থানা এলাকায় ঘটেছে, তাই সংশ্লিষ্ট থানাই আইনগত ব্যবস্থা নেবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন