রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে একটি ভাংগারির গুদামে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিনগত রাতে পৌর সদরের শালঘরিয়া বদির মোড় এলাকায় অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে। ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও সময়মতো তারা ঘটনাস্থলে যাননি বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে কে বা কারা পেট্রোল ঢেলে ব্যবসায়ী বদিউজ্জামানের ভাংগারির গুদামে আগুন লাগিয়ে দেয়। তবে কি কারনে আগুন ধরিয়ে দিয়েছে তা বোঝা যায়নি।
স্থানীয়দের ধারণা ব্যবসায়ী বদিউজ্জামান বিএনপি সমর্থক হওয়ায় দুর্বৃত্তরা রাজনৈতিক আক্রোশে আগুন লাগাতে পারে। গত ১৫ আগস্ট বিএনপি`র সমর্থক লোকজন আনন্দ মিছিল শেষে তার দোকানে বসে গল্প করেছেন এবং মুড়ি খেয়েছেন। হয়তো আগুন লাগানোর এটা একটি কারণ হতে পারে।
ব্যবসায়ী বদিউজ্জামান অভিযোগ করেন, দুর্বৃত্তদের ধরিয়ে দেয়া আগুনে ভস্মীভূত হয়ে তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। লোহা, প্লাস্টিক সহ তার গুদামে অন্যান্য সামগ্রীও ছিলো।
তিনি আরও বলেন, স্থাপনা বাবদ ৩ লাখ টাকা খরচ হয়েছে এছাড়াও মালামাল ছিলো প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও সময়মতো তারা ঘটনাস্থলে আসেননি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবো।
জানতে চাইলে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।