ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:১৬ পিএম
গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন।

এতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, বুধবার পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিন। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি থেকে কাকনহাট পৌরসভা দূরত্ব ১৯ কিলোমিটার।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলা বিএনপি বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলাদা কর্মসূচি ঘোষণা দেয়। সাত দিন আগে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে অতিথি থাকার কথা ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার কে এম জুয়েল, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন ও আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠান প্রস্তুতির সময় শরীফ উদ্দিন গ্রুপের অনুসারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, ‘আমরা এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছিলাম। আজ বিকেলে সেখানে মঞ্চ তৈরির সময় শরীফ উদ্দিনের অনুসারীরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা অন্যায়ভাবে আমাদের অনুষ্ঠান করতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘শরীফ উদ্দিনের অনুসারীরা তাদের ইউনিটের বাইরে ১৯ কিলোমিটার দূরে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছে। সেখানে আমরা কিছু বলিনি। কারণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী—তারা করবে, আমাদের মতো আমরা করব। এই দুই স্থানের দূরত্ব এক কিলোমিটারেরও বেশি।’

কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার বলেন, ‘শরীফ উদ্দিনের নির্দেশে সেখানে আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু ১৪৪ ধারা জারি হয়েছে, তাই রাতে আমাদের নেতা সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। পৌরসভার বাইরে হলে সেখানে আয়োজন করা হবে।’

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পালন কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শান্তি বজায় রাখতে ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুই গ্রুপই আগেই আমাদের অবগত করেছিল। অনুষ্ঠানের দূরত্ব এক কিলোমিটার হলেও সংঘর্ষের কারণে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’