ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১২:৩৬ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

ম্যাজিস্ট্রেটদের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সময় কারও কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথানত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।’ সিইসি বলেন, ‘কেন্দ্র দখলসহ অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। কমিশনও কোনো অন্যায় আদেশ বা নির্দেশ দেবে না। আইন অনুযায়ী কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।’

সিইসি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় আমাদের এই দুরবস্থা। এ অবস্থা কাটিয়ে উঠতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।’

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং বেগম তাহমিদা আহমদ।

নির্বাচনে ভালো কাজ করা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আবহ তৈরির কথা শোনা যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে বলব, কোনো ভয় নেই। সঠিকভাবে কাজ করে যান। ব্যত্যয় হলে বড় বিপদে পড়বেন।’

এ সময় আরেক নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ‘কর্মকর্তাদের আগের নির্বাচনের প্রশিক্ষণ ভুলে যেতে হবে। এবার যা দেওয়া হবে, তা মাথায় রাখতে হবে।’

ইসি সানাউল্লাহ বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির স্বার্থে ইউএনওদের এখনই প্রস্তুত থাকতে হবে। সরকারের পক্ষ থেকে এই সুযোগ কাজে লাগানোরও আহ্বান জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তপশিল ঘোষণার পর হয়তো সার্বিক বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে আসবে। এটার জন্য আমরা অপেক্ষা করব না। পরিবেশ তৈরির আবহটা এখন থেকেই তৈরি করতে হবে। প্রশাসন কঠোরভাবে কাজ করে যাবে। আমরা সমন্বিতভাবে মাঠ প্রশাসন একটা দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ নির্বাচন করতে পারি একবার দেখিয়ে দেব।’