রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ‘সব মানুষের জন্য কোনো না কোনো উপাত্ত দরকার হয়, তবে বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি। সব মানুষের সব তথ্য হয়তো কাজে লাগে না।’
সোমবার (২০ অক্টোবর) বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘অনেক সময় উপাত্তের চেয়ে উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন—চলমান টিকাদান ক্যাম্পেইনের উদাহরণ যদি দিই, তাহলে বলা যায়, এই ক্যাম্পেইন উপলক্ষে কতটি অ্যাডভোকেসি সভা হয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো—আসলে কতজন শিশু এ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা পেয়েছে। কাজেই, যেকোনো কর্মসূচিতে উদ্দেশ্য অনুধাবন করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়াটা জরুরি।’
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. আব্দুল হালিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আইয়ুব আলী।
বক্তারা জরিপকালীন সময়ে জনগণের পক্ষ থেকে সঠিক তথ্য দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং দক্ষ জনবল দিয়ে তথ্য সংগ্রহের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, আরএমপির অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন