‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী এবং সহকারী পরিচালক ফয়সাল হোসেন।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার এবং নিরাপদ গতির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন