ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ধর্ষণের অভিযোগে হোটেল মালিক গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৪:৫৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মায়ের দোয়া নার্সারি ও আবাসিক হোটেল কসমস-এর মালিক সালাউদ্দিনকে ফের গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আবাসিক হোটেল কসমস থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

‎সূত্র মতে জানা গেছে, এক তরুণীকে তার গোপন কক্ষে ডেকে এনে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শহরের আদালত পাড়ার সামনে আবাসিক হোটেল কসমস ও মায়ের দোয়া নার্সারির মালিক মোঃ সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

‎কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

সাহেদউদ্দিন আরও বলেন, জনৈক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

‎কোতয়ালি থানা সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, এক তরুণীকে চাকরির নামে নিজ বাসায় ডেকে আনেন কসমসের মালিক সালাউদ্দিন। ভিকটিম তরুণীর অভিযোগ, সালাউদ্দিন এই তরুণীকে গত বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় নিজ বাসায় ডেকে এনে বিকাল ৫টা পর্যন্ত আটকিয়ে রেখে উক্ত তরুণীকে সালাউদ্দিন ধর্ষণ করে।

‎পরবর্তীতে বিকেলে সে মুক্ত হয়ে সন্ধ্যারাতে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগী তরুণী। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে।

‎থানার দেওয়া এক নির্ভরযোগ্য সূত্র জানা যায়, রাঙামাটি শহরের হোটেল শাপলা (পূর্বের নাম)-এর উপরে স্থাপিত অত্যাধুনিক রুফটপ রেষ্টুরেন্ট খ্যাতনামা কসমস রেস্টুরেন্ট এবং মায়ের দোয়া নার্সারির মালিক সালাউদ্দিন এর আগেও গত পহেলা জুলাই ২০২৫ এক কলেজ শিক্ষার্থীকে যৌন প্রস্তাবের কারণে উক্ত তরুণীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই তরুণীর কাছে সালাউদ্দিন কর্তৃক কুপ্রস্তাব দেওয়ার অডিও রেকর্ডও সংরক্ষিত আছে।

‎এ ছাড়াও এই সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক নারীকে চাকরির প্রলোভনে শাররীরিক সম্পর্কের প্রস্তাবের পাশাপাশি যৌন হয়রানির অভিযোগ পুলিশ ওয়াকিবহাল রয়েছে।

‎স্থানীয়রা বলেন, সালাউদ্দিনের শুধু একজন নারী লোভী নয় তার রয়েছে কালো টাকার পাহাড়। রয়েছে পতিত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সাথে গভীর সম্পর্ক। সে সুবাদে সালাউদ্দিন স্বল্প সময়ে কোটিপতি।

অলিখিতভাবে রয়েছে অসংখ্য নারী কেলেঙ্কারির অভিযোগ। নার্সারির নাম করে আওয়ামী লীগের আমলে সে কালো টাকা সাদা করেছে। না হয় রাতারাতি কোটি টাকার মালিক হলেন কীভাবে! রাঙামাটি ও চট্টগ্রামে রয়েছে তার জায়গা জমি এবং বিল্ডিং ভবন।