‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’—এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের মাসালং বাজারে বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করেছে বাঘাইহাট জোন। জোনের (ভারপ্রাপ্ত) জোন কমান্ডার মেজর এম. এম. জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়িত হয়।
বাঘাইহাট জোনের এ উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণ ও সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি ফিরিয়ে এনেছে। জোনের (ভারপ্রাপ্ত) কমান্ডার স্থানীয় পাহাড়ি, বাঙালি ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, মাসালং বাজার সেক্রেটারি অনন্ত ত্রিপুরা এবং কারবারি ফুলেশ চাকমা বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এতে মানুষের আত্মবিশ্বাস যেমন ফিরে আসছে, তেমনি শান্তি ও স্থিতিশীলতাও দৃঢ় হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে মাসালং বাজারে বিশুদ্ধ পানির অভাবে ভুগেছি। আজ সেই সমস্যার সমাধান পেলাম।’
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, ‘পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন