মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৪:৫৮ পিএম

লালমনিরহাটে সুপারি গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৪:৫৮ পিএম

লালমনিরহাটে সুপারি গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ মে) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকায় এরশাদ হোসেন সেবুর সুপারি গাছের বাগান রয়েছে।

রোববার (১১ মে) সকাল ৯টার দিকে এ বাগানের একটি পুরাতন সুপারি গাছ ভেঙে পড়ে থাকা ও পাশে মৃত অবস্থায় ওই এলাকার আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ভুট্টা খেতে কাজ করতে আসা শ্রমিকরা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, আবেদ আলী দীর্ঘদিন থেকে এ এলাকায় চুরি করত। একাধিকবার তাকে ধরে বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে আঘাত পেয়ে মারা গেছেন।

আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম (৪৮) বলেন, আমার স্বামী কাজ-কামাই করে সংসার চালাতো। রাতে মোবাইলে ওয়াজ শুনে তিনটার সময় ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছেন। কীভাবে কী হয়েছে সঠিক বলতে পারি না।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সুপারি গাছে উঠে সুপারি পাড়ার সময় পড়ে মারা গেছেন। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মতো ছিল। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!