ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৯:১১ পিএম
মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৫১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করে বিজিবি। ছবি-সংগৃহীত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কাজেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে ২৫১ জন প্রান্তিক ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) শ্যামনগর উপজেলার দুরমুজখালি সীমান্তবর্তী ভেড়ারহাট বাজার এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বিভিন্ন সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, চেকআপ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিজিবি কর্তৃক আয়োজিত এই মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন- ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস। 

সেবাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ৯০ জন পুরুষ, ১১০ জন মহিলা ও ৫১ জন শিশু।   

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৫১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 
স্থানীয়রা জানায়, সীমান্তে বসবাসকারী অসহায় মানুষের জন্য এটি ছিল অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী পদক্ষেপ।