সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সামছুর গাজী পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে নানা প্রাকৃতিক চিকিৎসার কাজও করে থাকতেন বলে জানা যায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন এবং সেজি গাছের আঠা সেই ব্যথায় উপকারী বলে মনে করতেন, তাই সামছুর গাজী গত বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের একটি সেজি বাগানে গিয়েছিলেন সেজি গাছের আঠা সংগ্রহ করতে।
মৃতের চাচাতো ভাই আজু জানান, ‘ভাই জানত না যে সেজি গাছে ভিমরুলের চাক ছিল। সে গাছের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিমরুলের দল বেরিয়ে এসে তার সারা শরীরে আক্রমণ করে। অনেকটি কামড়ে দেহ ফুলে যায়।’
আহতের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক অবিলম্বে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও রোগীকে হাসপাতালে নিতে দেরি হয়। শেষ পর্যন্ত গতকাল শুক্রবার (১ আগস্ট) দুপুরে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই সামছুর ভাইয়ের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুর রহমান। তিনি বলেন, ভিমরুলের কামড়ের পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। যথাসময়ে হাসপাতালে নিতে পারলে হয়তো প্রাণে বাঁচানো যেত।’
স্থানীয়দের মতে, এলাকায় ঝোপঝাড় ও পরিত্যক্ত বাগানগুলোতে প্রায়ই ভিমরুলের চাকে সমস্যা দেখা দেয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সচেতনতা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।