শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জামাল মিয়া শুক্রবার বিকেলে পাশের চারনং চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় অসাবধানতার কারণে সাপটি তার হাতের আঙুলে দংশন করে। বিষয়টি তিনি প্রথমে গুরুত্ব দেননি। কিন্তু প্রায় দেড় ঘণ্টা পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং দ্রুত অসুস্থ হয়ে পড়েন।
এ সময় পরিবারের লোকজন তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। তখন তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ নেওয়ার পথে নকলা উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, ‘অ্যান্টিভেনম প্রয়োগ করার পরও ওঝা জামালের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’