সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. মনি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের পশ্চিম পাশের চাঁদপুর রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
মনি উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কানে শুনতেন না বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মনি প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন এবং চাঁদপুর রেল ব্রিজের ওপর দিয়ে স্টেশনের দিকে আসছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে এসে তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপরই রেলওয়ে নিরাপত্তা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হন্তান্তর করা হবে।’
আপনার মতামত লিখুন :