দৈনিক রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয় থেকে বদলি করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান চৌধুরীকে। তাকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে ৮ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিলেটে নিজের বাড়ি গোলাপগঞ্জে গত ১৬ আগস্ট শনিবার জেলা বিএনপির শীর্ষ এক নেতার সঙ্গে বৈঠক করেন হাফিজুর রহমান চৌধুরী। এ সময় বিএনপির ওই নেতা সাদাপাথর ইস্যুতে জ্বালানি মন্ত্রণালয় এবং দুদকের তদন্ত প্রতিবেদনে জেলার নেতাদের নাম যাতে না আসে সেই তদবির করেন।
পরবর্তীতে দেখা যায়, দুদকের তালিকায় মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নাম এলেও যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যে জেলা শাখার নিয়ন্ত্রণে উপজেলা বিএনপি সেই জেলার অভিযুক্ত কারও নাম তালিকায় আসেনি।
এ খবরটি বিশ্বস্ত মাধ্যম থেকে জানতে পারে দৈনিক রূপালী বাংলাদেশ। ২২ আগস্ট রুপালী বাংলাদেশের প্রথম পাতায় প্রকাশিত ‘দায়মুক্তি দিতেই বদলি ওএসডি’ শীর্ষক সংবাদে বিষয়টি তুলে ধরা হয়।
এতে বলা হয়, ‘একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান চৌধুরী তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে বেড়াতে আসেন। পরদিন শনিবার (১৬ আগস্ট) তার বাড়িতে গিয়ে একান্তে বৈঠক করেন সিলেট জেলা বিএনপির শীর্ষ এক নেতা। এ সময় তাকে অনুরোধ জানানো হয়, সাদাপাথর ইস্যুতে বিএনপিকে যেন সেইফ জোনে রাখা হয়।’
এই সংবাদ প্রকাশের পর সাদাপাথর লুটের ঘটনা থেকে অনেককে দায়মুক্তি দিতে তার ভূমিকার বিষয়টি আলোচনায় উঠে আসে। এরপরই তাকে মন্ত্রণালয় থেকে বদলি করা হলো।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন