সিরাজগঞ্জের তাড়াশে তিন তরুণীসহ শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার মান্নাননগড় বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৫০) ও তিন তরুণীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা তাড়াশ থানা হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানায়, মাসুদ রানা মান্নাননগড় বাজারে বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তবে আটক তরুণীরা নিজেদের নৃত্যশিল্পী দাবি করে জানান, বিভিন্ন অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন তারা। স্থানীয়দের মিথ্যা অভিযোগে পুলিশ তাদের আটক করেছে বলেও তারা দাবি করেন।
ওসি (তদন্ত) রুপু কর আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন