ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের জনসভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:২৪ পিএম
রায়গঞ্জে জুলাই অভ্যুত্থান স্মরণে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই অভ্যুত্থান স্মরণে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার নলকা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।

নলকা ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. শায়েখ মাও. আব্দুস সামাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আমির মো. আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির মো. রাশেদুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলী, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো. রাকিবুল হাসান, থানা কর্মপরিষদ সদস্য মো. আব্দুল হাই আল হাদী, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এই দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য একটি স্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আমাদের অধিকার আদায়ে আজও সংগঠিত হতে হবে।

সভায় নলকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।