ভালো চাকরি পেতে এশিয়াজুড়ে তরুণরা রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে, এমনকি তরুণদের অনেকেই চাকরি না পেয়ে বেছে নিচ্ছেন মানবেতর আয় উপার্জনের চাকরি। মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলছে, এ অবস্থা চলতে থাকলে সমগ্র এশিয়ায় সামাজিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হবে, যা নতুন করে তরুণদের মধ্যে বিক্ষোভ উসকে দিতে পারে বলে জানায় বিশ্বব্যাংক।
প্রতিবেদনে এশিয়ার অর্থনীতিতে তরুণ ও তুলনামূলক বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিদের পার্থক্য তুলে ধরা হয়। পাশাপাশি চীন ও ইন্দোনেশিয়ায় প্রতি সাত তরুণের একজন কর্মহীন অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়। বিশ্বব্যাংক সতর্ক করে বলছে, বর্তমানে সম্পদের মালিকানায় জনগণের অংশ প্রতিনিয়ত কমছে, এশিয়ার মধ্যবিত্ত পরিবারগুলো দিন দিন গরিব হচ্ছে।
সম্প্রতি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে বিক্ষোভে নেমে পড়ছেন জেন-জিরা। দখলে নিয়েছেন ফিলিপাইন, মরক্কো, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, তিমুর, কেনিয়া ও মঙ্গোলিয়ার রাজপথ। সরকার পতন হয়েছে নেপালে, বাংলাদেশে। এসব আন্দোলনের নেপথ্যে রয়েছে দুর্নীতি, বেকারত্ব, সম্পদের অসম বণ্টন ও শাসকশ্রেণির ভোগবিলাস।
বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, এশিয়ার মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া ও চীনে ১৫ থেকে ২৪ বছরের তরুণদের মধ্যে ১০ শতাংশ কর্মহীন অবস্থায় রয়েছে। এ ছাড়া ২৫ থেকে ৫৪ বছরের লোকদের মধ্যে কমপক্ষে ৫ শতাংশ বেকার রয়েছে।