বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও গীতিকার তাহসান খান সংগীত জগৎ থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার এই ঘোষণা ভক্তদের হৃদয়ে একরাশ বিস্ময় ও আবেগ ছড়িয়ে দিয়েছে।
গত রোববার রাজধানীতে একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশ নেন তাহসান। তিনি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মঞ্চে উঠেছিলেন এবং শ্রোতাদের জন্য পরিবেশন করেন তার জনপ্রিয় কিছু গান। পারফরম্যান্সের একপর্যায়ে ভক্তদের মনে প্রশ্ন জাগে- তবে কি এটিই তাহসানের শেষ গান?
অনুষ্ঠানের উপস্থাপক সরাসরি প্রশ্ন রাখেন, তাহসান কি সত্যিই গান থেকে বিদায় নিচ্ছেন?
ভক্তদের প্রশ্ন শুনে তাহসান একটু থেমে ভেবেই জবাব দেন, ‘আমি নিশ্চিত নই এটি বলার সঠিক মঞ্চ কি না। কারণ মঞ্চে বলা আমার কথার অংশবিশেষ অনেক সময় ভুলভাবে প্রচার হয়। তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে পারি- আমার ভাই এক দিন বলেছিলেন, সংগীতশিল্পীদের ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। তখন আমি করপোরেট চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ শুরু করেছিলাম। সেই কথাগুলো আমার ভেতরে রয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমি শিখেছি, শিল্পীর জীবন হয়তো অস্থায়ী, কিন্তু শিল্প থাকে দীর্ঘকাল। তাই মনে করেছি, যখন মানুষ ভালোবাসে, ঠিক তখনই বিদায় নেওয়াই সবচেয়ে শ্রেয়। কারণ দেখেছি, অন্য পেশায় অবসর নেওয়ার সুযোগ থাকে। কিন্তু শিল্পীরা একসময় ভুলে যান মানুষ। সেই ভুলে যাওয়ার কষ্ট না নিয়ে, ভালোবাসা নিয়েই সরে যেতে চাই।’
তাহসানের এমন বক্তব্যে স্পষ্ট যে, এটি হঠাৎ নেওয়া কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং অনেক ভেবেচিন্তে নিজের শিল্পীসত্তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা থেকেই নেওয়া সিদ্ধান্ত।
তবে, এখনো আনুষ্ঠানিকভাবে বিদায়ের দিনক্ষণ ঠিক করেননি তিনি। তাই ভক্তদের মনেই প্রশ্ন- তাহসান কি সত্যিই গানে ইতি টানছেন, নাকি এ সিদ্ধান্তে এখনো সময় আছে পাল্টে যাওয়ার?