যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সুলতানপুর গ্রামের হোছেন আলীর ছেলে মুজাহিদ (০৭) ও রসুলপুর গ্রামের জীবন হোসেনের ছেলে আপন (০৮)। তারা সম্পর্কে খালাতো ভাই।
নিহত দুই শিশুর খালু মফিজুর রহমান জানান, মুজাহিদ ও আপন মা-বাবার সাথে লাউখালী গ্রামে নানা ফারুক হোসেনের বাড়ি বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা দুই ভাই বাড়ির পাশে লাউখালী বাওড়ে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু মুজাহিদ ও আপনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।