ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

বিসিবি নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগ আমিনুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৫:৩৯ পিএম
আমিনুল হক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। 

তিনি সরাসরি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হস্তক্ষেপ এবং অবৈধ আর্থিক লেনদেনের কারণেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন।

আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি হস্তক্ষেপ করেছেন সেটার প্রত্যেকটির প্রমাণ রয়েছে।’

তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন। অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছেন, আমাদের ডেকে নিয়ে এই ধরনের থ্রেট দিয়েছেন, যেটা আমরা কখনোই চিন্তাও করিনি।’

নির্বাচনে কলকাঠি নেড়েছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও এনেছেন আমিনুল হক। তার দাবি, ‘আমার কাছে যতটুকু তথ্য আছে, এখানে আর্থিক লেনদেনও হয়েছে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেট বোর্ড যেখানে ‘বাংলাদেশের সবার’, সেখানে ক্রীড়া উপদেষ্টা এটিকে ‘তার ব্যক্তির করে নিয়েছেন’।

আমিনুল হক আরও জানান ক্রীড়া উপদেষ্টা  বলেছেন, ‘যেকোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে সভাপতি করবেন।’ সরকারের এমন হস্তক্ষেপ ক্রিকেটপ্রেমীরা মনে হয় না সাধারণভাবে তা মেনে নেবে। 

উল্লেখ্য, বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম আর সহসভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।