ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

পাওনা টাকা চাওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৫:২৩ পিএম
পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ২। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দরের বারইপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় পূর্বপরিকল্পিতভাবে বিচার বৈঠকে আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।

মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পিবিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

তিনি বলেন, গত ৩ অক্টোবর বারইপাড়া সালিশি বৈঠক চলাকালে পূর্বপরিকল্পিতভাবে আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন। হত্যার জড়িতদের গ্রেপ্তারের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও ১৮ নম্বর আসামি আকিব ইবনে রাতুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল পরিকল্পনাকারী জুয়েল জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।