ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৬:৪৯ পিএম
ছবি- সংগৃহীত

নারী বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে সোহানার ফিফটিতে ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের আগেই ১০ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ পায় নিগার সুলতানা জ্যোতির দল।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শুরুর চাপ থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বাংলাদেশের আরেক ওপেনার শারিমন আক্তার, দলীয় ৫৯ রানের মাথায় সোফি একলস্টোনের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয় শারমিন।

আউট হওয়ার আগে ৫২ বলে ৬ চারের বিনিময়ে ব্যাক্তিগত ৩০ রান সংগ্রহ করে শারমিন আক্তার।

বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মিছিলে তখন একপাশ আগলে দলকে সামনে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সোহানা। তবে তার একক চেষ্টায় বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। 

মিডল অর্ডারের বাজে ব্যাটিংয়ের ফলে রানের চাকা কমতে থাকে বাংলাদেশের। একসময় মনে হয়েছিল ১৫০ রানও তুলতে পারবে না জ্যোতির দল। 

তবে শেষদিকে রাবেয়া খানের দারুণ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারের আগেই (৪৯.৩ বলে) ১০ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল।

ব্যাট হাতে বাংলাদেশর হয়ে ৫২ বলে ৩০ রান করে শারমিন আক্তার, ১০৮ বলে ৬০ রান করে সোহানা এবং ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকে রাবেয়া খান।

বল হাতে ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেয় সোফি একলস্টোন, এবং ২টি করে উইকেট নেয় অ্যালিস ক্যাপসি, লিনসি স্মিথ ও চার্লি ডিন।