ভোটের মধ্য দিয়ে গতকাল সোমবার নতুন পরিচালনা পরিষদ এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মঙ্গলবার প্রথমবারের মতো সভা করেছে নব নির্বাচিত পরিচালনা পরিষদ।
জানা গেছে, সভায় ২ মাসের জন্য বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে বোর্ড। আপাতত কমিটিগুলোর চেয়ারম্যান ঠিক করেছে বোর্ড। ধীরে ধীরে এই কমিটিগুলো বর্ধিত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
একনজরে দেখে নিন বিসিবি পরিচালকদের মধ্যে কে কোন দায়িত্বে আছেন
ওয়ার্কিং-আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট অপারেশনস-নাজমুল আবেদিন ফাহিম
ফিন্যান্স-এম নাজমুল ইসলাম, ভাইস–চেয়ারম্যান আমজাদ হোসেন
ডিসিপ্লিন্যারি কমিটি-ফায়জুর রহমান মিতু
গেম ডেভেলপমেন্ট-ইসতিয়াক সাদিক
টুর্নামেন্ট কমিটি-আহসান ইকবাল চৌধুরী
এজ লেভেল টুর্নামেন্ট-আসিফ আকবর
গ্রাউন্ডস-আমিনুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান–রাহাত সামস
ফ্যাসিলিটিজ-শাহনিয়ান তানিম
আম্পায়ার্স-ইফতেখার রহমান মিঠু
মার্কেটিং-মো: শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি-মনজুর আলম
টেন্ডার-আবুল বাশার, ভাইস–চেয়ার মো: হাসানুজ্জামান
মিডিয়া-আমজাদ হোসেন
অডিট-মুহাম্মদ মুখলেসুর রহমান
উইমেন্স উইং-আব্দুর রাজ্জাক
লজিস্টিক-ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
সিকিউরিটি-মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম-আদনান রহমান দীপন, ভাইস–চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু
ফিজিক্যাল চ্যালেঞ্জড-জুলফিকার আলী খান
এইচপি-খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স-রাহাত সামস
ওয়েলফেয়ার-মোখছেদুল কামাল
বিপিএল-আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি-ইফতেখার রহমান