সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এলাকাবাসী ওই যুবকের বাড়ি ঘেরাও করে। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়। পরে ভ্যানচালক খোকন শেখ বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন।
এজাহারে খোকন শেখ উল্লেখ করেন, বুধবার রাতে ওই যুবক তার ভ্যানে বাড়ি ফিরছিলেন। কথোপকথনের একপর্যায়ে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। তখনই ভ্যান থামিয়ে তাকে সতর্ক করা হয়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে মামলা দায়ের করা হয়।
বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। ভ্যানচালক খোকন শেখ বাদী হয়ে মামলা করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই যুবকের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন