ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে শনিবার সকালে জকিগঞ্জ ও কানাইঘাটের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয়শত মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানটি জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমধর্মী পরিবেশে অনুষ্ঠিত হয়।
গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২,০৮১ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে মেধার ভিত্তিতে তিনটি গ্রেডে মোট ৫৯৩ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে পঞ্চম শ্রেণির ২৬২ জন, ষষ্ঠ শ্রেণির ১০৮ জন, সপ্তম শ্রেণির ১১৫ জন এবং অষ্টম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী রয়েছে।
বৃত্তি হিসেবে, মেধা গ্রেডের শিক্ষার্থীরা পেয়েছে ২,৫০০ টাকা, প্রথম গ্রেডের শিক্ষার্থীরা ২,০০০ টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ১,৫০০ টাকা। এই বৃত্তি এককালীন প্রদান করা হয়েছে, পাশাপাশি, সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্রও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে, লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল্ ইসহাক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়া, ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ট্রাস্টের ভবিষ্যত পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা ট্রাস্টের সামাজিক অবদান এবং শিক্ষাখাতে ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।তারা আরও বলেন, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার প্রসারে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সেবার মাধ্যমে জকিগঞ্জ-কানাইঘাট এলাকার সর্বসাধারণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে `ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট` নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ এলাকার জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আশা করা হয় যে, গণমাধ্যমে ট্রাস্টের অবদান ইতিবাচকভাবে তুলে ধরা হবে, যা এর প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :