হতদরিদ্র রিকশাচালক এক বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নেতারা দ্রুত উদ্যোগ নিয়ে রিকশাচালক রফিকুল ইসলামের ছেলের সৌদি আরবে যাওয়ার বিমানের টিকিটের ব্যবস্থা করেছেন।
শুক্রবার (২৩ মে) সিলেট নগরীর হাউজিং এস্টেটে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর কার্যালয়ে রফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে টিকিট তুলে দেওয়া হয়।
রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, ‘আমার তিন ছেলে ও এক মেয়ে। দিনরাত রিকশা চালিয়ে সামান্য টাকা জমিয়ে ছেলের ভিসা করেছিলাম। কিন্তু হঠাৎ জানতে পারি, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। টিকিটের টাকা জোগাড় করতে করতে হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে যেত। আমি খুব অসহায় অবস্থায় পড়েছিলাম। কারো কাছে হাত পাততেও পারিনি। আজ যা পেলাম, তা স্বপ্নেও ভাবিনি। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ তারেক রহমান সাহেবের সহায়তা পেয়েছে। এ জন্য আমি তার কাছে চির কৃতজ্ঞ। যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানাই।’
সিলেট বিএনপি সূত্রে জানা যায়, সিলেট নগরের রিকশাচালক রফিকুল ইসলাম দীর্ঘদিন রিকশা চালিয়ে ধীরে ধীরে টাকা জমিয়েছেন একটি মাটির ব্যাংকে। জমা করা সেই অর্থ দিয়েই তিনি ছেলের সৌদি আরবের ভিসার ব্যবস্থা করেন। কিন্তু ভিসার মেয়াদ সীমিত হওয়ায় টিকিট কেনার জন্য পর্যাপ্ত টাকা জোগাড় করতে পারেননি। এতে তার ছেলের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল।
এদিকে রফিকুল ইসলামের একটি মানবিক আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হলে বিষয়টি চোখে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি নিয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী গণমাধ্যমকে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। এটা আমাদের রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও বটে। আমরা খুশি যে, একজন বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াতে পেরেছি।
এ সময় নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার, আব্দুল ওয়াহিদ সুহেল, দেওয়ান জাকির এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু উপস্থিত ছিলেন।