ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারীদের হামলা, একজন আটক

সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৬:১২ পিএম
আটক আরমান আলী। ছবি- সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারীরা হামলা চালিয়েছে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, এ ঘটনায় মো. আরমান আলী (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও তার আগের দিন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দুই কোটি টাকার ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়।

অভিযান চলাকালে চোরাকারবারীদের একটি দল বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা সম্ভব হয়।