ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সাদা পাথর লুটে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০১:২৯ এএম
সিলেটের পাথর লুটের আগের ও পরে দৃশ্য। ছবি- সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর লুট ও চুরির ঘটনায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করা হয়।

থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত ওই কোয়ারি থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কোটি কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন ও লুট করেছে। এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে আসামিদের সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে লুট ও চুরির ঘটনায় ১ হাজার থেকে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’