ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সিলেট রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৪০ পিএম
অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনাগুলোর মালিকদের ২০ মিনিট সময় দেওয়া হয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ মালিক তাদের জিনিসপত্র সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।

এর আগে গত ৭ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঘোষণা দিয়েছিলেন, সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। বিশেষ করে রেলওয়ে স্টেশনের আশপাশের অবৈধ স্থাপনাগুলো শিগগিরই উচ্ছেদ করা হবে।

একই দিনে মোগলাবাজার রেলস্টেশনের কাছে এক ট্রেন দুর্ঘটনার স্থান পরিদর্শনে গিয়ে ডিসি আরও বলেন, সরকারি বাসা বা স্থাপনা সাবলেট দেওয়ার কোনো সুযোগ নেই। যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘোষণার এক সপ্তাহের মধ্যে এই অভিযান চালিয়ে জেলা প্রশাসন তাদের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটিয়েছে।