বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল এবং এর পেছনে কোনো গণভিত্তি নেই। তিনি বলেন, ঢাকা শহরে যাওয়া যায় না—রাস্তা বন্ধ, আন্দোলনের অজুহাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। সেই সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। কোনো আপস নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই হবে।’
তিনি বলেন, ‘সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে ঘিরে নতুন করে ভোটের পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। তবে সরকার যেভাবে কার্যক্রম চালাচ্ছে, তাতে সবার মধ্যে উদ্বেগ বাড়ছে।’
বিএনপি নেতা বলেন, ‘কয়েকটা দল প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নিয়ে চিৎকার করছে। অথচ মানুষ এই পদ্ধতিটাই বোঝে না। সবাই যদি একমত হয়, বিএনপি বিষয়টি বিবেচনা করতে পারে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে বহুবার অনুরোধ করেছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবেন। এটা প্রতিহিংসা। বিএনপি এই পথে হাঁটবে না, আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।’
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।