ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

সিলেটে ডাকাতদের হামলায় গৃহকর্তা খুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাট উপজেলায় ভয়াবহ ডাকাতির ঘটনায় আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে ডাকাত দল। ঘটনাটি ঘটে রোববার (০৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে, উপজেলার বাখালছড়া এলাকায়। নিহত আব্দুল হান্নান হানাই ১ নম্বর লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হান্নান জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা জমা রেখেছিলেন। ডাকাত দলের সদস্যরা গভীর রাতে তার বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা লুটের চেষ্টা চালায়। এ সময় হান্নান প্রতিরোধ করলে ডাকাতরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে টাকা লুট করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ মাঠে নেমেছে। খুনিদের ধরতে একাধিক টিম কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।’