সিলেটে শনিবারের আট দলের বিভাগীয় সমাবেশকে সফল করতে নগরীর বিভিন্ন থানায় ব্যাপক প্রচার মিছিল করেছে জামায়াতে ইসলামের বিভিন্ন ইউনিট। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি পূর্ব থানা জামায়াতের উদ্যোগে সোবহানীঘাট এলাকায় অনুষ্ঠিত মিছিল-উত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ হলেও জুলাই সনদের আইনি ভিত্তি এখনো প্রতিষ্ঠিত হয়নি—এটি জাতির জন্য হতাশাজনক। পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শনিবারের সমাবেশ সফল করতে সিলেটবাসীর অংশগ্রহণ প্রয়োজন।
সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির রফিকুল ইসলাম মজুমদার এবং পরিচালনা করেন সেক্রেটারি মুহিব আলী। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একইদিন বিকেলে শাহপরান পশ্চিম থানা জামায়াত উপশহর এলাকায় প্রচার মিছিল করে। থানা আমির শাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। শাহপরান পূর্ব থানার উদ্যোগে শাহপরান গেট এলাকায় অনুষ্ঠিত অন্য এক মিছিলে প্রধান অতিথি ছিলেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল।
এ ছাড়াও শুক্রবার সিলেট সদর উপজেলা, জালালাবাদ, বিমানবন্দর, কোতোয়ালি পশ্চিম ও দক্ষিণ সুরমা থানায় পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমির নাজির উদ্দিন, জালালাবাদ থানা আমির মাওলানা আলা উদ্দিন, বিমানবন্দর থানা আমির শফিকুল ইসলাম মফিক, কোতোয়ালি পশ্চিম থানা আমির আজিজুল ইসলাম এবং দক্ষিণ সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমানসহ অন্যান্য নেতারা।
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। সিলেট বিভাগের ৪১টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা ইতোমধ্যে সমাবেশে যোগদানের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
সমাবেশকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ।
বক্তৃতা দেবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে। সিলেট বিভাগের প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।


