ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৪:০৫ পিএম
টাঙ্গাইলে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। ছবি- রূপালী বাংলাদেশ

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের আয়োজনে অধিদপ্তরের হলরুমে শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন ও টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।

শপথ পাঠ করান উপপরিচালক ফাতেমা বেগম। পরে অতিথিরা আলোচনা সভায় বক্তব্য দেন। আলোচনা শেষে জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইল সদরের তিন উদ্যোক্তার হাতে দেড় লাখ টাকা করে যুব ঋণের চেক, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

সবশেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।