ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা । রবিবার রাত ২টায় উপজেলার ৬নং ইউনিয়নের ভাকুরা মাস্টার পাড়া ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম এর বাড়িতে এঘটনা ঘটে।
এতে নগদ অর্থ প্রয়োজনীয় কাগজ আসবাবপত্র ধান চালসহ প্রাই ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সদস্য সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান এরকম নেক্কারজনক ঘটনার দোষীদের দ্রুত শাস্তির দাবি করছি।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জানান, অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার সম্পদের ক্ষতি সাধিত হয়েছে।
এবিষয়ে পীরগঞ্জ থানার ডিউটি অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :