ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় করব থেকে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরি করেছে চোরেরা।
সোমবার (মে ২৬) দুপুরে স্থানীয়রা উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থান গেলে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন।
চুরির ঘটনা শুনতে পেরে পরবর্তীকালে সেখানে ভিড় জমান এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মীরডাঙ্গী বাজার এলাকার আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে টেকিয়া মহেশপুর কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু’বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সবশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর।
তারা আরও জানান, কবর থেকে যে কঙ্কাল চুরি হয়েছে, তা স্পষ্ট বোঝা যায়। তার কারণ, প্রতিটি কবরের ওপরে দেওয়া বাঁশগুলো ছড়িয়ে আছে। কবর থেকে কঙ্কাল বের করেছে তার চিহ্ন রয়েই গেছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। জড়িতদের তদন্ত করে বের করা হবে।
আপনার মতামত লিখুন :