রাজধানীর বাড্ডায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ভোর চারটার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা নারীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনার পর চালক বা গাড়ির শনাক্তের কোনো তথ্য মেলেনি।
পুলিশ বলছে, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। সিসিটিভিসহ প্রযুক্তির সহায়তায় নাম–পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন