ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার আজম মুন্না সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, গত ফেব্রুয়ারিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
স্থানীয় রাজনৈতিক মহল এবং দলীয় সূত্রে জানা গেছে, মুন্না একসময় রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।
আপনার মতামত লিখুন :