বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আইএফআইসি পরিবার। আকস্মিক বন্যাকবলিত জনগণের প্রতি ভালোবাসার হাত বাড়াতে আইএফআইসি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী তাদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) ব্যাংকের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
তারা বলছে, বন্যাদুর্গত মানুষের ক্ষয়ক্ষতি বিবেচনায় এ অর্থ নিতান্তই নগণ্য। তবে, আমরা বিশ্বাস করি—দেশের সবাই মিলে সাহায্যের হাত বাড়ালে এমন ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই সম্মিলিত আকারে দুর্দশা পীড়িত মানুষের মনে ঘুরে দাঁড়ানোর শক্তি তৈরি করবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন