এপ্রিল মাসে ৩০৩ কোটি ডলারের পণ্য দেশ থেকে রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের হিসাব অনুযায়ী যা একক মাস হিসাবে সবচেয়ে কম।
রোববার (৪ মে) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের অক্টোবর থেকে প্রতি মাসে ৪০০ কোটি ডলারের উপরে পণ্য রপ্তানি হয়েছে। তবে ২০২৪-এর এপ্রিলে রপ্তানি আয় ছিল ২৯৯ কোটি ডলার। সে হিসেবে গত বছরের এপ্রিলের তুলনায় প্রবৃদ্ধি পেয়েছে ১.৩৩ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ অর্থাৎ গত নয় মাসে রপ্তানি হয়েছে ৩ হাজার ৭শ কোটি ডলারের কিছুটা বেশি। যা গত বছরের তুলনায় ১০.৬৩ শতাংশ কম।
আপনার মতামত লিখুন :