বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা।
এ আয়োজনে অংশ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।
‘স্বপ্ন হবে সত্যি, সিএমএসএমই লোন বয়ে আনবে সমৃদ্ধি,’-এই প্রতিপাদ্য সামনে রেখে লংকাবাংলা তাদের বিশেষায়িত সিএমএসএমই ঋণসেবা ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম তুলে ধরছে।
৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।
মেলায় লংকাবাংলা ফাইন্যান্সের স্টলে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ গ্রহণের প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্তাবলি ও সরাসরি পরামর্শ পাচ্ছেন।
উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এই সেবা প্রদান করা হচ্ছে।
এবারের মেলায় ৭০ জনের বেশি নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করছেন। ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
নারী উদ্যোক্তাদের উন্নয়নে লংকাবাংলা ফাইন্যান্সের সক্রিয় অংশগ্রহণকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটি মনে করে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের উৎপাদন ও সেবামূলক খাতে অংশগ্রহণ বাড়ানো অপরিহার্য। সেই লক্ষ্যে লংকাবাংলা দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে থেকে আর্থিক সেবা দিয়ে আসছে।
আপনার মতামত লিখুন :