ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

মা দিবসে লংকাবাংলার ক্যাম্পেইন ‘মাতৃত্বই পৃথিবীর সবচেয়ে মহৎ পেশা’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:২২ পিএম
ছবি- সংগৃহীত

বিশ্ব মা দিবস উপলক্ষে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি আয়োজন করেছে ব্যতিক্রম ক্যাম্পেইন ‘মাতৃত্বই পৃথিবীর সবচেয়ে মহৎ পেশা’।

এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো, সমাজে মায়েদের অবদান ও ত্যাগ তুলে ধরা এবং তাদের অজানা গল্পগুলো সবার সঙ্গে শেয়ার করা।

সন্তান লালন-পালন শুধু দায়িত্ব নয়, বরং এটি পৃথিবীর যেকোনো পেশার চেয়ে অধিক ত্যাগ, মমতা ও ধৈর্যের দাবি রাখে। শুধু তাই নয়, মাতৃত্বের পরিচয় একজন মায়ের কাছে অন্য যেকোনো পরিচয়ের ঊর্ধ্বে সেই বিষয়ই সামনে নিয়ে আসে এই ক্যাম্পেইন।

মা দিবসে ১১ জন মায়ের বক্তব্য ধারণ করেছে লংকাবাংলা ফাইন্যান্স, যেখানে এসব মায়ের এগিয়ে যাওয়ার গল্পগুলো তুলে ধরা হয়েছে।

এতে উঠে এসেছে কীভাবে একজন মা তাঁর পেশাগত জীবনের পাশাপাশি সন্তানকে লালন-পালন করছেন, নিঃস্বার্থভাবে ভূমিকা রাখছেন সংসার ও প্রাত্যহিক জীবনে। 

ভিডিওগুলো প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মায়েদের গল্প দেখে আবেগাপ্লুত হয়েছেন এবং লংকাবাংলা ফাইন্যান্সের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।