ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

বিএমইউতে বিশ্ব নার্স দিবস পালিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৬:৪৮ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নার্স দিবস পালিত হয়। ছবি-সংগৃহীত

বিশ্ব নার্স দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। সোমবার (১২ মে) সকালে বিএমইউ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

প্রধান অতিথি হিসেবে র‌্যালি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

র‌্যালিটি ‘নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি’ স্লোগানে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং পেশাগত দায়িত্বে নিয়োজিত নার্সবৃন্দ।

এবারের বিশ্ব নার্স দিবসের প্রতিপাদ্য ছিল— ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।