ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বিচ ফুটবলে আবারও ব্রাজিলের রাজত্ব 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৬:১২ পিএম
বেলারুশকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। ছবি- সংগৃহীত

ঐতিহ্যবাহী ফুটবলে যেখানে সাফল্যের জন্য হাহাকার, সেখানে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো ব্রাজিল। সিশেলসে অনুষ্ঠিত ২০২৫ ফিফা বিচ সকার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে বেলারুশকে ৪-৩ গোলে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট নিজেদের করে নিয়েছে সাম্বা সেনারা।

ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। ম্যাচের প্রথম পিরিয়ডে লুকাওয়ের গোলে এগিয়ে যায় ছয়বারের চ্যাম্পিয়নরা। তবে বেলারুশও সহজে হাল ছাড়েনি, দ্রুতই নোভিকাউয়ের গোলে সমতা ফিরিয়ে আনে তারা।

দ্বিতীয় পিরিয়ডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। রদ্রিগো ও কাতারিনোর পরপর দুটি গোল এনে দেয় ৩-১ এর লিড। মনে হচ্ছিল, আরও একটি সহজ জয় পেতে যাচ্ছে সেলেসাওরা। 

কিন্তু তৃতীয় ও শেষ পিরিয়ডে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বেলারুশ। তাদের তারকা খেলোয়াড় ব্রিশটসেল প্রথমে প্রতিপক্ষের ভুলে এবং পরে পেনাল্টি থেকে আরও একটি গোল করে স্কোর ৩-৩ এ নিয়ে আসেন।

যখন মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন ব্রাজিল অধিনায়ক রদ্রিগো। মাঝমাঠ থেকে নেওয়া তাঁর অসাধারণ শট সরাসরি বেলারুশের জালে আশ্রয় নেয়। এই গোলের মাধ্যমেই এক মিনিট বাকি থাকতে ৪-৩ গোলের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

শুধু জয়সূচক গোলই নয়, পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন রদ্রিগো। তিনি জিতেছেন গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) ও ব্রোঞ্জ স্কোরার পুরস্কার। 

মাঠের ফুটবলে যেখানে লাতিন আমেরিকার দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক, সেখানে বিচ ফুটবলে ব্রাজিল যেন এক উজ্জ্বল ব্যতিক্রম। ২০০৬ সালের পর এই নিয়ে সপ্তমবারের মতো বিচ সকার বিশ্বকাপ জিতলো তারা – যা তাদের অপরাজেয় ধারাবাহিকতারই প্রমাণ।